চট্টগ্রাম

‘স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই, সতর্ক থাকুন’ – এস. এম. জিলানী

বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম. জিলানী বলেছেন, যারা সংস্কারের কথা বলছে, তারাই মূলত ষড়যন্ত্রে জড়িত। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম. জিলানী বলেছেন, বিএনপিকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, যারা ধর্মের নামে বেহেস্তের টিকিট বিক্রি করছেন, তারাই এসব ষড়যন্ত্রে জড়িত। তাদের মুখে এক, অন্তরে আরেক। তারা সংস্কারের কথা বলছে ৫ আগস্টের পর থেকে। তারা বলছেন—বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। অথচ ২০২৩ সালে বিএনপিই সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছে।

রবিবার (৩ আগস্ট) বিকালে নগরীর মুরাদপুর এলজিইডি ভবন অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত “মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, নিজেদের মধ্যে মতভেদ বা ভুল বোঝাবুঝি থাকলে তা কমিয়ে আনতে হবে। ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে হবে। তিনি আরও বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে দলের দুর্নাম হয়।

তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। দেশে এখনো জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে আসেনি। ষড়যন্ত্রকারীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং ফ্যাসিবাদ যাতে আর কোনোভাবেই দেশে ফিরে আসতে না পারে, সেজন্য অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখতে হবে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, এস. এম. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক। সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মাঈনউদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Author

মোহাম্মদ ইসমাইল (ইমন), স্টাফ রিপোর্টার

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে চট্টগ্রাম বিভাগীয় এলাকায় স্টাফ রিপোর্টার হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker