নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য আটক, ৭ মোটরসাইকেল উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শনিবার (২ আগস্ট, ২০২৫) আনুমানিক রাত ২টার দিকে নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় থেকে গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল উদ্ধার করে লোহাগড়া থানায় আনা হয়।
আটককৃত ৯ জন হলেন: ইতনা গ্রামের তনু মোল্যা, পাংখারচর গ্রামের কাজি অমিত (নৌবাহিনীর চাকরিচ্যুত সদস্য), ঝিকরগাছা উপজেলার শামীম রেজা, কুল্লা গ্রামের মো. শাওন রহমান, সোনাপুর গ্রামের মো. হাফিজুর রহমান (সেনা সদস্য, চাকরিচ্যুত), কাশিয়ানি উপজেলার মো. আলামীন হোসেন ও মোকলেস শেখ, এবং কালিগঞ্জ উপজেলার মো. মাসুদ রানা ও মো. এজাজ আহম্মেদ (পুলিশ সদস্য)।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম বলেন, “ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার সহ ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তারা ডাকাতি করার উদ্দেশ্যে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়।” এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নং- ২ তারিখ ২ আগস্ট ২০২৫। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।