‘সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে প্রকৌশলী বাদলুর রহমান খানের মতবিনিময়
আগামীকাল থেকে টাঙ্গাইলের কালিহাতীতে ‘সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল।
আগামীকাল শনিবার (২ আগস্ট) কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন করা হবে। এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে, যা ২ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে।
এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে ফুটবল খেলার মঞ্চে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সূচনা কালিহাতীর প্রতিষ্ঠাতা এবং ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল।
মতবিনিময় সভায় বাদলুর রহমান খান বাদল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ‘সূচনা কালিহাতী’ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। তিনি বলেন, যেখানে কোনো বিশৃঙ্খলা, হিংসা-বিদ্বেষ থাকবে না, সকলের মধ্যে ঐক্য থাকবে। জাতীয়তাবাদী ও জনগণকে নিয়ে সুন্দর একটি কালিহাতী গড়তে চান তিনি।
উক্ত মতবিনিময় সভায় ‘সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।