চট্টগ্রাম

‘শহীদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন’ – ডা. শাহাদাত হোসেন

গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ সচেতনভাবে উপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ওয়াসিম আকরাম ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং তার রক্তে গণঅভ্যুত্থানের ইতিহাস লেখা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ

ডা. শাহাদাত হোসেন বলেন, গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা রাজনৈতিক দল ও একটি মহল গণঅভ্যুত্থানের শহীদ এবং অংশগ্রহণকারী সবাইকে ধারণ করার কথা বললেও সচেতনভাবে শহীদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করছে। তিনি অভিযোগ করেন, তারা উদ্দেশ্যমূলকভাবে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ এড়িয়ে যেতে চায়। অথচ ওয়াসিম আকরাম সরকারি চাকরিপ্রার্থী হিসেবে আন্দোলনে যোগ দেননি, বরং ফ্যাসিবাদের পতন ঘটাতেই তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন। শহীদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অংশগ্রহণের ইতিহাস সুদীর্ঘ। ডা. শাহাদাত হোসেন দৃঢ় কণ্ঠে বলেন, “শহীদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন।” তিনি আরও বলেন, যতদিন দেশের মানুষের মননে গণতান্ত্রিক চেতনা সমুন্নত থাকবে, শহীদ ওয়াসিম আকরাম তত দিন অমর হয়ে থাকবেন।

জুলাই আন্দোলনের ব্যাপকতা ও বিএনপির ভূমিকা

ডা. শাহাদাত হোসেন তার বক্তব্যে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জানান। তিনি বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এই আন্দোলন কোনো বিচ্ছিন্ন অভ্যুত্থান নয়, বরং এটি গত ১৬ বছরের লাগাতার আন্দোলনের ফল। এ আন্দোলনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেছেন এবং সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরাই। এটি বিএনপি ও এর অঙ্গসংগঠনের ত্যাগ ও সংগ্রামের দীর্ঘ পথচলারই ফসল।

তারেক রহমানের নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান গত ১৬ বছর ধরে লন্ডন থেকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন এবং তাঁর নির্দেশেই বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। ডা. শাহাদাত হোসেন জোর দিয়ে বলেন, এ আন্দোলন ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার লড়াই। তিনি আশা প্রকাশ করেন, যদি ঐক্যবদ্ধ থাকা যায়, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। তিনি ষড়যন্ত্র মোকাবিলার বিষয়েও আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করেন।

শহীদদের প্রতি সম্মান ও সামাজিক দায়বদ্ধতা

মেয়র বলেন, ওয়াসিম আকরামসহ সকল শহীদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র ও স্বাধীনতার স্বপ্ন দেখা হয়, তা পূরণ করাই হবে মূল লক্ষ্য। তাদের এই আত্মদান দেশপ্রেম ও জনগণের অধিকার আদায়ে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, ওয়াসিম আকরামের নামে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি পার্ক করা হয়েছে এবং বিমানবন্দরের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশও তাঁর নামে নামকরণ করা হয়েছে। এভাবে ওয়াসিম আকরাম ইতিহাসে ও মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদদের পরিবার এবং দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকের এই দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি সেই দায়িত্বেরই অংশ। আমরা চাই, আমাদের তরুণ প্রজন্ম শহীদদের আত্মত্যাগের ইতিহাস জানুক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হোক।

অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিতি

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিকদার ও মহসিন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াকুব আলী সিফাতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, মামুনুল ইসলাম হুমায়ুন, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন জিসান। বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন আবিদ, আনোয়ার হোসেন, মহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব দিদারুল আলম, সাবেক ছাত্রদল নেতা ঈমাম হোসেন আবির, শহীদুল্লাহ ফয়সাল, নুরুল কবির, জুনাইদ রাসেল, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বোরহানুল হক, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম আবির, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা মো. শোয়াইব, পারভেজ হাসান, তারেক হোসেন, মো. শাউন, মো. আরফাত, ইমরান হোসেন, মো. রাকিব, মিনার, তৌহিদুল ইসলাম, মানিক, মহসিন কলেজ ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন, মো. শাকিল, মো. জাহেদ প্রমুখ।

Author

মোহাম্মদ ইসমাইল (ইমন), স্টাফ রিপোর্টার

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে চট্টগ্রাম বিভাগীয় এলাকায় স্টাফ রিপোর্টার হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker