“দি ইয়ংম্যান ক্লাব” ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপ্তি
টাঙ্গাইলের কালিহাতীর বল্লায় “দি ইয়ংম্যান ক্লাব” আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সখিপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহাসিক বল্লায় “দি ইয়ংম্যান ক্লাব” কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালটি গতকাল (২৭ জুলাই, রবিবার) বল্লা করোনেশন হাই স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল ময়মনসিংহের ফুলবাড়িয়া ফুটবল একাদশ এবং টাঙ্গাইলের সখিপুর ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় ১-০ গোলের ব্যবধানে জয়ী হয়ে সখিপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। রানারআপ ফুলবাড়িয়া ফুটবল একাদশকে ট্রফি ও ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক ফাইনাল খেলাটির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল হাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাশমত আলী রেজা এবং বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহা প্রমুখ।
ফাইনাল খেলা দেখতে বল্লা এবং আশপাশের এলাকার হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠে ভিড় করে। এ সময় পুরো এলাকা একটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
খেলায় উপস্থিত দর্শকদের কিছু চিত্র