মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
মাদারীপুরের ঝাউদি ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলাকারীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগল পাতিয়া গ্রামের দুর্গম চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় চারটি বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা বাড়িঘরে হামলার পাশাপাশি আতঙ্ক সৃষ্টির জন্য হাতবোমা বিস্ফোরণও ঘটায়। দুর্গম এলাকা হওয়ায় এখানে সন্ত্রাসীদের অবাধ বিচরণ রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ এবং চাঁদা না দেওয়ায় শুক্রবার রাতে ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম আবুল-এর নেতৃত্বে শামিম আকন, মিরাজ আকনসহ প্রায় ৭০ থেকে ৮০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। হামলাকারীরা আক্তার বেপারী, গিয়াস বেপারী ও জলিল বেপারীর পরিবারের চারটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এ সময়ে প্রায় অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রীও লুট করে নিয়ে যায় তারা।
ক্ষতিগ্রস্ত আক্তার বেপারী বলেন, “ওরা অতর্কিতে আমাদের বাড়িতে হামলা চালায়। ঘরের দরজা-জানালা ভেঙে সব কিছু লুট করে নিয়ে গেছে। বোমা নিক্ষেপ করেছে। আমাদের কাছে কোনো নিরাপত্তা নেই, প্রশাসনের কাছে আমরা বিচার চাই।”
এদিকে, অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি এবং তার ফোনও বন্ধ ছিল।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।