মাদারগঞ্জে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে ৩ কিশোর গুরুতর আহত
জামালপুরের মাদারগঞ্জ-জামালপুর সড়কের পৌরসভা গেট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ কিশোর আহত, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুরের মাদারগঞ্জে একটি মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর গুরুতর আহত হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারগঞ্জ-জামালপুর সড়কের পৌরসভা গেট সংলগ্ন আশরাফের ইটভাটা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে তিন কিশোর বালিজুড়ী এলাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনিং সেন্টারের প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
আহতদের বাড়ি কড়ইচড়া ইউনিয়নের ভাংবাড়ি, ভেলামারি ও সালাবান্দা গ্রামে বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।