টাঙ্গাইল পরিবেশক মালিক সমিতির নির্বাচনে টানা তৃতীয় বারের সভাপতি শামীম, সম্পাদক রফিক নির্বাচিত
শুক্রবার অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে নতুন কমিটি গঠিত
টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচনে টানা তৃতীয় বারের মতো সভাপতি হিসেবে **শামীমুর রহমান খান শামীম** এবং সাধারণ সম্পাদক হিসেবে **মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক** নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় শহরের ভিক্টোরিয়া ফুড জোন পার্টি সেন্টারে এই সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও সমিতির প্রধান উপদেষ্টা **আবুল কালাম মোস্তফা লাবু**। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা **আলহাজ্ব আরফান আলী খান**, উপদেষ্টা, টাঙ্গাইল পরিবেশক মালিক সমিতি। এছাড়াও অন্যান্য বিশেষ অতিথিগণ উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি শামীমুর রহমান খান শামীমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদ মালিক সমিতির উপদেষ্টা আরফান আলী খান, মীর মহব্বত হোসেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মহব্বত হোসেন, সাইমন তালুকদার রাজিব, আহসান খান আছু, মাহফুজুর রহমান মামুন, দুলাল চন্দ্র সাহা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম সিদ্দিকী এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
সভার দ্বিতীয় পর্বে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আগামী তিন বছরের জন্য শামীমুর রহমান খান শামীম সভাপতি এবং মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও, **আবুল বাশার উজ্জ্বল** সাংগঠনিক সম্পাদক, **সুলাইমান হোসেন** দপ্তর সম্পাদক এবং **মোঃ জাহাঙ্গীর** কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। সর্বমোট ৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে আরও কিছু সদস্য সংযুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্তও গৃহীত হয়।