ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ — ইউএনও’র মানবিক উদ্যোগ

উপজেলা প্রশাসনের অর্থায়নে জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের অর্থায়নে বৃহস্পতিবার (১৭ জুলাই) সরাইলের পাকশিমুল ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম **জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে** শিক্ষার্থীদের মাঝে **শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও একটি ড্রামসেট** বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক **মোঃ মোশারফ হোসাইন**। তিনি নিজ হাতে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন। একইসঙ্গে অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Image

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্যক্রমের আওতায় শুধু শিক্ষা উপকরণ নয়, **শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার বিতরণ কার্যক্রমও** চলমান রয়েছে।

এ সময় ইউএনও মোঃ মোশারফ হোসাইন বলেন, “সরাইলের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া জনপদের শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ তারই অংশ। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বিদ্যালয়গুলোতেও এ কার্যক্রম বিস্তৃত করা হবে।”

এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বাড়াবে এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলে মনে করছেন অভিভাবক ও স্থানীয় শিক্ষকরা।

Author

মো: মেহেদী হাসান, ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker