আশুগঞ্জে সেনাবাহিনীর অভিযানে রিভলবার-গুলি উদ্ধার, আটক ১
সন্ত্রাসী সাদ্দাম হোসেনের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, তার ভাই আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক গোপন অভিযানে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় সাদ্দামের ভাই মো. আসাদ মিয়া (৩৮) নামের একজনকে আটক করা হলেও মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) ভোররাতে উপজেলার চরচারতলার আলাল শাহ মাজার সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। আশুগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা এতে অংশ নেন। দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কে এই সাদ্দাম হোসেন?
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, অভিযুক্ত সাদ্দাম হোসেন একটি নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের ‘ক্যাডার’ হিসেবে পরিচিত। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সাবেক একজন সংসদ সদস্যের ঘনিষ্ঠ বলে জানা গেছে।
এছাড়া, ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জ গোলচত্বরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলারও এজাহারভুক্ত আসামি তিনি।
অভিযানের বিস্তারিত
অভিযান চলাকালে সাদ্দামের বসতবাড়ির আঙিনায় ৪-৫ ফুট গভীর এবং ১০ ফুট ব্যাসার্ধের একটি গর্ত খুঁড়ে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাদ্দাম পালিয়ে গেলেও তার ভাই মো. আসad মিয়া (৩৮) ঘটনাস্থল থেকে আটক হন।
আটকের সময় আসাদের কাছ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দু’টি স্মার্টফোনও জব্দ করা হয়। পরে তাকে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মোবাইলসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম জানান, “এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক সাদ্দামকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”