সারা দেশে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গোপালগঞ্জে ১৪৪ ধারা জারির পর বুধবার (১৬ জুলাই) এই ঘোষণা আসে।
হামলার প্রতিবাদে দেশব্যাপী ব্লকেড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এই কর্মসূচির বিষয়টি জানিয়েছে। স্ট্যাটাসে বলা হয়েছে, “গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদেরকে (সম্ভবত এনসিপি নেতাদের বোঝানো হয়েছে) হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।”
সকল ইউনিটের প্রতি আহ্বান
সংগঠনটি সারাদেশে তাদের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে এই ‘ব্লকেড’ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তারা গোপালগঞ্জের হামলার প্রতিবাদ জানাতে চায় এবং এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চায়।
উল্লেখ্য, বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে।