শিবচর সরকারি হাসপাতালে সময়মতো খাবার না পেয়ে রোগী ও স্বজনদের ক্ষোভ
মাদারীপুরের শিবচর উপজেলা সরকারি হাসপাতালে রোগীদের সময়মতো খাবার না দেওয়া এবং খাবারের মান খারাপ হওয়ায় রোগী, তাদের স্বজন ও স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গত তিন-চার দিন ধরে এমন অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (১১ জুলাই) সকালে তারা সাংবাদিকদের কাছে এই অসন্তোষ প্রকাশ করেন।
মাদারীপুরের শিবচরের সরকারি হাসপাতালে সময়মতো খাবার পান না রোগীরা। এই নিয়ে রোগীর স্বজন ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। গত তিন-চার দিন যাবৎ দুপুরে রোগীরা সময়মতো খাবার পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এ ঘটনায় **শুক্রবার (১১ জুলাই) সকালে** সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা।
স্থানীয় বিক্ষুব্ধ জনগণ বলেন, “প্রায়ই হাসপাতালে রোগীদের খাবার সময় মতো পরিবেশন করা হয় না। খাবারের মান খুব খারাপ। অনেক রোগী এসব খাবার খেতে না পেরে বাইরে থেকে খাবার কিনে এনে খান। আবার অনেক সময় রোগীরা খাবারই পায় না। যতগুলো রোগী ভর্তি থাকেন, তাদের প্রত্যেককে খাবার দেওয়ার নিয়ম থাকলেও অনেক সময় রোগীরা খাবার পায় না।”
হাসপাতালের ভর্তি এক রোগী জানান, “গত বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় খাবার দেওয়ার কথা থাকলেও খাবার দেওয়া হয় বিকাল ৩টায়। অনেক ভর্তি রোগী আবার সকালে খাবার পায়নি। বেশ কয়েকদিন যাবৎ এরকম করছে।”
এ ব্যাপারে হাসপাতালের বাবুর্চি **নূর মিয়া** বলেন, “ঠিকাদার বাজার করে দিতে বিলম্ব করায় রান্নার কাজ করতে দেরি হয়েছে। ফলে রোগীদের খাবার দিতে বিলম্ব হয়েছে।”
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার **ডা. ইব্রাহিম হোসেন** বলেন, “কেন রোগীদের খাবার পরিবেশনে বিলম্ব হলো এ ব্যাপারে তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”