খুলশীতে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের সময় অভিযান, ৩ শ্রমিক আটক, ভূমি মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ
চট্টগ্রামের খুলশী থানাধীন জালালাবাদের কাঁঠাল বাগানের রূপসী পাহাড়ে পাহাড় কেটে আরসিসি পিলার তোলার সময় অভিযান চালিয়ে ৩ শ্রমিককে আটক করা হয়েছে। পাহাড় সুরক্ষায় গঠিত জোন-৪ কমিটির নির্দেশে পরিচালিত এই অভিযানে জড়িত ভূমি মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পাহাড় সুরক্ষায় গঠিত জোন-৪ কমিটির সদস্য ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে খুলশী থানাধীন জালালাবাদের কাঁঠাল বাগানের রূপসী পাহাড়ে পাহাড় কেটে আরসিসি পিলার তোলার সময় **৩ শ্রমিককে আটক** করা হয়। বিষয়টি জোন কমিটিকে জানানো হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড (কাট্টলি সার্কেল) এবং আহ্বায়ক (জোন কমিটি-৪) **হুসেইন মোহাম্মদ** এর নির্দেশনাক্রমে পাহাড় কর্তনের নির্দেশদাতা ও সংশ্লিষ্ট ভূমি মালিকের তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করেন এবং আটক শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। **আজ শনিবার বেলা ২টার দিকে** এই অভিযান পরিচালনা করা হয়।
আটক শ্রমিকরা হলেন খুলশী থানাধীন জালালাবাদের বড়ই বাগান এলাকার জামালের বাড়ির বাসিন্দা **মো. ইসলামের ছেলে মো. ফারুকুল ইসলাম (২৫)**, একই এলাকার আধার মানিকের হারুনের বাড়ির **মো. হারুনের ছেলে মো. মিজান (৩৫)**, জালালাবাদ মুক্তিযোদ্ধা নবী সাহেবের কলোনীর মৃত মো. আবুল কাশেম খা এর ছেলে **মো. মঈনুদ্দিন (৩০)**।
এসময় উল্লেখিত শ্রমিকদের দিয়ে পাহাড়টি কাটানোর নির্দেশদাতা হিসেবে স্থানীয় **মো. মুজিবুর রহমান প্রকাশ গাল কাটা মুজিব** নামক একজনের নাম ও তথ্য জানায় আটক শ্রমিকেরা। একই সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন। তারা ঘটনাস্থলের প্রয়োজনীয় তথ্য সংগ্রহপূর্বক জড়িতদের তথ্য সংগ্রহ, ভূমি মালিকের তথ্য ও ভূমি অফিস থেকে পাহাড়ের তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
এসময় জোন কমিটির আহ্বায়কের নির্দেশনাক্রমে জোন কমিটি-৪ এর সদস্য ও পরিবেশকর্মী **মো. শফিকুল ইসলাম খান**, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক **রুবাইয়াত তাহরিম সৌরভ** ও **সাইফুল ইসলাম**, পরিদর্শক **সাখাওয়াত হোসেন** ঘটনাস্থল পরিদর্শন করেন।