ভাটিয়ানী ঈদগাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের উদ্বোধন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭নং সিধুলী ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাটিয়ানী ঈদগাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাটিয়ানী ঈদগাহ মাঠের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন সরকার এবং ফজলুল বারি বেগ।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭নং সিধুলী ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাটিয়ানী ঈদগাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভবনটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাটিয়ানী ঈদগাহ মাঠের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন সরকার এবং ফজলুল বারি বেগ (ধর্মীয় শিক্ষক, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মানিত সাধারণ সম্পাদক ও সিধুলী ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মিজানুর রহমান আকন্দ (রতন)। সভাপতিত্ব করেন ভাটিয়ানী ঈদগাহ মাঠ ও মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান আকন্দ রতন বলেন, “এই মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে আমি সবসময় পাশে থাকব। সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ করা হবে।” তিনি আর্থিক সহযোগিতার আশ্বাসও দেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি নাজমুল হোসাইন।