প্রধান উপদেষ্টার নির্দেশনা: জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, জানালেন সিইসি
ড. ইউনূস সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান; নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎকালে তিনি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এই তথ্য জানান।
গত ২৬ জুন (বৃহস্পতিবার) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকের বিষয়বস্তু নিয়ে এর আগে কোনো তথ্য সামনে আসেনি, এবং বিএনপির পক্ষ থেকেও এটি স্পষ্ট করার দাবি উঠেছিল।
নির্বাচনের প্রস্তুতি ‘ফুল গিয়ারে’
সিইসি বলেছেন, প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন। এর জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে যে তারা ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান বলেও সিইসি উল্লেখ করেছেন।
জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, “জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনারা জানতে পারবেন।”