মাদারগঞ্জে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা: অনুপস্থিত ২৪ পরীক্ষার্থী
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এইচএসসি, এইচএসসি বিএমটি এবং আলিম পরীক্ষা-২০২৫ এর প্রথম দিনে মোট ৯২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন অনুপস্থিত ছিল। ২৬ জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার ৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এইচএসসি সমমানের পরীক্ষা-২০২৫ শুরু হয়েছে ২৬ জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে। সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫টি কেন্দ্রে এইচএসসি, এইচএসসি বিএমটি এবং আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১. এইচএসসি কেন্দ্র (২টি):
- **মাদারগঞ্জ এএইচ জেড সরকারি কলেজ কেন্দ্র:** মোট পরীক্ষার্থী ৩৬৩ জন, উপস্থিত ৩৫৮ জন, অনুপস্থিত ৫ জন। বিষয় ছিল বাংলা।
- **নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা ডিগ্রি কলেজ:** মোট পরীক্ষার্থী ১৯২ জন, উপস্থিত ১৮৮ জন, অনুপস্থিত ৪ জন। প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২. এইচএসসি বিএমটি কেন্দ্র (২টি):
- **মির্জা আজম কলেজ:** মোট পরীক্ষার্থী ২৪৪ জন, উপস্থিত ২৪২ জন, অনুপস্থিত ২ জন।
- **তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল এন্ড কলেজ (ভেন্যু: খালেকন নেছা একাডেমি):** মোট পরীক্ষার্থী ২১১ জন, উপস্থিত ২০২ জন, অনুপস্থিত ৯ জন। প্রথম দিনে কারিগরি শাখায় সকালে বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হয়।
৩. আলিম পরীক্ষা কেন্দ্র (১টি):
- **মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা:** মোট পরীক্ষার্থী ৯২৭ জন, উপস্থিত ৯০৩ জন, অনুপস্থিত ২৪ জন। প্রথম দিনে কোরআন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) **সায়েদা খানম লিজা** সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক **রকিব লিটন** বলেন, “বিগত বছরের তুলনায় এইবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বরং সুষ্ঠ ও সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা।”
নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ **রফিকুল ইসলাম** বলেন, “এই কেন্দ্রে বরাবরই নকলমুক্ত পরিবেশে সুষ্ঠ ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।”
মাদারগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার **মোঃ আশরাফুল আলম** বলেন, “বিগত বছরের তুলনায় অত্যন্ত সুন্দর ও নিরিবিলি পরিবেশে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা, প্রথম দিনে কোনো পরীক্ষার্থী বহিষ্কার নেই।”