মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে কুপিয়ে জখম: এনসিপি কমিটি স্থগিত, দুই নেতা বহিষ্কার
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা ও সদর উপজেলা সমন্বয় কমিটি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে, গুরুতর শৃঙ্খলাভঙ্গের দায়ে এনসিপির দুই সদস্য মো. আব্দুল্লাহ আদিল ওরফে টুটুল এবং রাতুল হাওলাদারকে বহিষ্কার করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।
মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও সদর উপজেলায় গঠিত সমন্বয় কমিটি স্থগিত করা হয়েছে। এর আগে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব **মাসুম বিল্লাহকে** কুপিয়ে জখমের ঘটনায় এনসিপির জেলা ও সদর উপজেলায় গঠিত সমন্বয় কমিটি স্থগিত করেছে। বুধবার (২৫ জুন) রাত দুইটার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেইজে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) **সালেহ উদ্দিন সিফাত**।
মাদারীপুর জেলা ও সদর উপজেলা এনসিপির সমন্বয় কমিটি স্থগিতের ঠিক আধা ঘণ্টা আগে জেলা এনসিপির ৫ নম্বর সদস্য **মো. আব্দুল্লাহ আদিল ওরফে টুটুল** ও ৬ নম্বর সদস্য **রাতুল হাওলাদারকে** গুরুতর শৃঙ্খলাভঙ্গের দায়ে সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করার ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি। বহিষ্কারের একটি বিজ্ঞপ্তিও এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে জানায় দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
দুটি আলাদা বিজ্ঞপ্তির সূত্র জানায়, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে এনসিপির মাদারীপুর জেলা সমন্বয় কমিটি ও মাদারীপুর জেলার অধীনে থাকা সদর উপজেলা সমন্বয় কমিটির কার্যক্রম স্থগিত করার অনুমোদন করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব **আখতার হোসেন** ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) **হাসনাত আব্দুল্লাহ**। পরে দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক **মো. নাহিদ ইসলাম** ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশনা অনুসারে মাদারীপুরে এনসিপির দুটি কমিটি স্থগিতের ঘোষণা করেছেন। এর আগে এনসিপির মাদারীপুর জেলা সমন্বয় কমিটির ওই দুই সদস্যকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছিল।
জানতে চাইলে সদ্য স্থগিত হওয়া মাদারীপুর জেলা এনসিপির সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী **মোহাম্মদ হাসিবুল্লাহ** বলেন, “অপরাধী যেই হোক তার শাস্তি হতে হবে। আর যারা উদ্দেশ্য প্রণোদিত এই ঝামেলার বন্দোবস্ত করেছে তাদেরকেও সকলের সামনে আনতে হবে।”
এদিকে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় বৃহস্পতিবার (২৬ জুন) পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি এনসিপির ৩১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হলে সেই কমিটি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা প্রত্যাখান করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ, আহ্বায়ক **নেয়ামত উল্লাহ**সহ অনেকেই। জেলা কমিটি হওয়ার তিন দিন পরই জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের সমন্বয়ে সদর উপজেলায় ২৬ সদস্যের এনসিপি আরও একটি কমিটি গঠন করা হয়েছিল।
উল্লেখ্য, বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে ও পিটিয়ে জখম করলে প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।