প্রবেশপত্র না থাকায় জামালপুরে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি ১৭ পরীক্ষার্থী, অভিযুক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ লাপাত্তা
জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ জন এইচএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় চলমান পরীক্ষায় অংশ নিতে পারেনি। বৃহস্পতিবার (২৬ জুন) শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিলেও অধ্যক্ষসহ কর্তৃপক্ষ সাইনবোর্ড খুলে তালা ঝুলিয়ে পালিয়েছে।
জামালপুরে প্রবেশ পত্র না পাওয়ায় **১৭ জন এইচএসসি পরীক্ষার্থী** চলমান পরীক্ষায় অংশ নিতে পারেনি।
বৃহস্পতিবার (২৬ জুন) শিক্ষার্থীরা প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামের ওই প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেন। তবে কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, গত **বুধবার (২৫ জুন)** অপেক্ষা করেও প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের অধ্যক্ষের কক্ষে গিয়ে হট্টগোল করেন। পরিস্থিতি বেগতিক হওয়ায় অধ্যক্ষসহ কলেজের সবাই সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যান।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ থেকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের অর্থ নিলেও কিছুই দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।
এ বিষয়ে ওই কলেজে গিয়ে অধ্যক্ষ **রেজাউল ইসলামকে** পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝোলানো অবস্থায় দেখা গেছে। তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
লিখিত অভিযোগ পেলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার শিক্ষা কর্মকর্তা **মোজাম্মেল হাসান**। তিনি বলেন, “প্রবেশপত্র না পাওয়ার বিষয়টি শুনেছি। গতকালও যদি ওই সব পরীক্ষার্থী আমাদের বিষয়টি জানাত, আমরা শিক্ষা বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করতে পারতাম।”