মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে হাতুড়িপেটা, গুরুতর আহত
মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব মাসুম বিল্লাহকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদারীপুর শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।
মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব **মাসুম বিল্লাহকে** পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদারীপুর শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সংগঠনের কমিটি গঠনের পর থেকেই স্বাস্থ্য উপকমিটির সদস্য **হাসিবুল্লাহ** এবং মাসুম বিল্লাহর মধ্যে মতবিরোধ চলে আসছিল। সেই দ্বন্দ্বের সূত্র ধরে বুধবার এনসিপির কর্মী সম্মেলনের সময় হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্র দাবি করেছে, এই হামলার ঘটনার জন্য হাসিবুল্লাহ গ্রুপের সদস্যরাই মূলত দায়ী।
আহত মাসুম বিল্লাহকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য **ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে** পাঠিয়ে দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর শাখার আহ্বায়ক **নেয়ামতউল্লাহ** বলেন, “আজকে এনসিপির একটি সভা ছিলো আমাদের। এই সভায় সন্ত্রাসীরা হামলা করে। এই সন্ত্রাসীরা আমাদের এনসিপিতে নানা উপায়ে ঢুকেছে। এরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এনসিপিতে সদস্য পদ গ্রহণ করে। এই কারণে জেলা এসসিপি কমিটি যখন গঠন করা হয় তখন আমরা এই কমিটি প্রত্যাখ্যান করি।”
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার **জাহাঙ্গীর আলম** হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারা কেন হামলা করেছে তদন্তের পরে জানা যাবে।