ইমামপুর মহিলা বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
জামালপুরের মেলান্দহ উপজেলার ইমামপুর মহিলা বিএমটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এই আয়োজন করা হয়, যেখানে পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য দোয়া করা হয়।
জামালপুরের মেলান্দহ উপজেলার **ইমামপুর মহিলা বিএমটি কলেজের** এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইমামপুর মহিলা বিএম কলেজের আয়োজনে মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টায় অত্র কলেজ মিলনায়তনে এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইমামপুর মহিলা বিএম কলেজের অধ্যক্ষ **শিউলী বেগমের** সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা **মোঃ হামিদুল হক**, মাহমুপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক **আসাদুজ্জামান রুবেল**, অত্র কলেজের প্রভাষক (ম্যানেজমেন্ট) **আব্দুর রৌফ**, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য **মতিউর রহমান** প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র কলেজের অফিস সহকারী **বাবুল ইসলাম**। এইচএসসি বিএমটি ফাইনাল পরীক্ষা-২০২৫ এ এই কলেজ থেকে **৮৫ জন শিক্ষার্থী** অংশগ্রহণ করবে।
পরে পরীক্ষার্থীদের ভালো ফলাফল কামনায় ও সকলের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন **হাফেজ মাওলানা সাকিব আলী**।