মাদারগঞ্জে আমানতের টাকা উদ্ধারে গ্রাহকদের বিক্ষোভ, ব্যাহত নাগরিক সেবা
জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির প্রায় ৩০ হাজার গ্রাহকের হাজার কোটি টাকা ফেরতের দাবিতে সোমবার (২৩ জুন) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভের কারণে কৃষি ও সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের কার্যক্রম এবং উপজেলা পরিষদের সকল দপ্তরের নাগরিক সেবা ব্যাহত হয়।
জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির প্রায় **ত্রিশ হাজার গ্রাহকের আমানত রাখা প্রায় হাজারো কোটি টাকা** ফেরতের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১০টা থেকে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে প্রায় হাজারো গ্রাহক **মাদারগঞ্জ টাকা উদ্ধার সহায়ক কমিটির** নেতৃত্বে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল নিয়ে উপস্থিত হয়। এর পূর্বে প্রায় ঘন্টা খানেক সময় বন্ধ ছিল কৃষি, সোনালীসহ কয়েকটি ব্যাংকের কার্যক্রম। এতে সেবা গ্রাহকরা ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভের কারণে উপজেলা পরিষদের সকল দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল দপ্তরের কেচিগেট বন্ধ এবং কয়েকটাতে তালা ঝুলানো থাকায় নাগরিক সেবা ব্যাহত হয়।
ভুক্তভোগীরা সহ টাকা উদ্ধার সহায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন।
এ সময় মাদারগঞ্জ উপজেলা টাকা উদ্ধার সহায়ক কমিটির অন্যতম **মাফিজুর রহমান** বলেন, “উপজেলা প্রশাসন দীর্ঘদিন থেকে তারা আমাদের বিষয়টি দেখতেছে এবং স্বেচ্ছায় তাদের কর্মবিরতী রেখে আমাদের সাথে সংহতি জানিয়েছে, এজন্য তাদের অভিনন্দন জানাই।”
আহবায়ক **শিবলুল বারী রাজু** বলেন, “দূর্বৃত্তরা আমাদের টাকা লুটে নিয়ে গেছে কিন্তুু সংখ্যায় তারা বেশি না। এই টাকা লুটেরা রেখে দেওয়ার জন্য তারা প্রশাসনের সহযোগীতা নিচ্ছে এটা প্রচন্ড ক্ষোভের, এটা হতে পারে না। আমরা ইউএনও’র দ্বারে দ্বারে বহুবার আসছি, ইউএনও সাব পালিয়ে যায়। ডিসির কাছে গিয়েছি উনার যে এডিএম কি পরিমান ধোকাবাজি করছে ৩২ হাজার গ্রাহকের সাথে এটা তো হতে পারে না। টাকা আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনে ২৪ ঘন্টা আমরা মাদারগঞ্জ নয় জামালপুর পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবো। অন্যকোন স্বার্থ নয়, আমাদের টাকা উদ্ধার চাই।”
এ সময় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ **সাইফুল্লাহ সাইফ** সকল গ্রাহকদের সাথে একাত্বতা প্রকাশ করেন।