আখাউড়া সীমান্তে ১০টি গরু আটক করেছে বিএসএফ, ফেরতের প্রক্রিয়া চলছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কালিকাপুর সীমান্ত এলাকায় রবিবার (১৫ জুন) সকালে প্রায় ৮-১০টি বাংলাদেশি গরু আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়দের গরুগুলো সীমান্তের ঘাস খাওয়ানোর সময় ভারতীয় সীমানায় প্রবেশ করায় এই ঘটনা ঘটে। বিজিবি আটক গরুগুলো ফেরতের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কালিকাপুর সীমান্ত এলাকায় রবিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে বাংলাদেশি ৮-১০টি গরু ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গরুগুলোর মালিকানা স্থানীয়দের হলেও সীমান্তের ঘাস খাওয়ানোর সময় এগুলো সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে স্থানীয়রা গরুগুলো সীমান্তের কাঁটাতারের কাছাকাছি ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় গরুগুলো ভারতের সীমানায় ঢুকে পড়লে সেখানে টহলে থাকা বিএসএফ সদস্যরা বিষয়টি নিয়ে সতর্ক করে দেন। পরে সকাল ১০টার দিকে তারা প্রায় ৮-১০টি গরু ধরে নিয়ে গিয়ে কাঁটাতারের কাছে বেঁধে রাখে।
ঘটনার পর বিজিবির আখাউড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা তৎপরতা শুরু করেন এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। বিষয়টি নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, “ঘটনার পরপরই আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বিষয়টি দেখছে এবং গরুগুলো ফেরত দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। প্রক্রিয়া চলছে।”
সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে বিজিবি।