টাঙ্গাইলের কালিহাতীতে স্কুলছাত্রী ছুমাইয়া আক্তার হত্যার ঘটনায় সন্দেহভাজন প্রধান আসামী আহত মনির হোসেনকে (১৭) আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।
বুধবার (২৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনির উপজেলার মশাজান গ্রামের মেহেরের ছেলে। মনির আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলো।
এ ব্যাপারে র্যাব ১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর কমান্ডার আব্দুল আল মামুন বলেন, বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে মনিরকে শনাক্ত করা হয়েছে। পরে তাকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয়। এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
আরো পড়্রন: সিঁড়ির নিচে কিশোরীর জবাই করা মরদেহ, পাশেই রক্তাক্ত কিশোর
উল্লেখ্য, বুধবার সকালে উপজেলার এলেঙ্গা পৌরসভার শামসুল হক কলেজের সামনে নির্মাণাধীন ভবনের সিঁড়ির নিচ থেকে ওই ছাত্রীর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। একই সাথে অপর এক কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। নিহত শিক্ষার্থী ছুমাইয়া আক্তার (১৫) উপজেলার পালিমা এলাকার ফেরদৌস রহমানে মেয়ে। তারা দুজনেই এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। বর্তমানে মনির বাসের হেলপারি করতো।