নওগাঁর ধামইরহাটে ভাইব্রেটার মেশিনে বিদ্যুতায়িত হয়ে রাকিব হোসেন (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার ২৭ অক্টোবর, বিকালে উপজেলার প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার শেখাইপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
জানা গেছে, সোমবার বিকালে নিহত রাকিব হোসেন ধামইরহাট প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন রাস্তার ঢালায়ের কাজ করছিল। এ সময় অসাবধানতা বশত ওই ভাইব্রেটার মেশিনের সহিত বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।