আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি: নিবন্ধন বাতিল নিয়ে বৈঠকে ইসি
সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি); আজ সন্ধ্যায় সিইসির কক্ষে এই বৈঠক শুরু হয়।
সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের পর দলটির নিবন্ধন বাতিল প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (১২ মে) সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। সিইসি ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত আছেন বলে জানা গেছে।
এর আগে এদিন সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন যে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরই দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।
সকালে তিনি বলেছিলেন,
গণমাধ্যমের তথ্য শুনে সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রজ্ঞাপন হলে আমরা বসে সিদ্ধান্ত নেব। প্রজ্ঞাপনটা আসতে দেন। অবশ্যই ইলেকশন কমিশন এই দেশের জন্য কাজ করে। এ বিষয়ে আমরাও ইক্যুয়ালি কনসার্ন। যখন আকাশে সূর্য উঠে যাবে, পরিষ্কার দেখতে পারবেন।
প্রজ্ঞাপন জারি হওয়ার পর সিইসির পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন দ্রুতই বৈঠকে বসেছে, যা দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের ব্যাপারে তাদের তৎপরতা নির্দেশ করে। এই বৈঠকের পর ইসির সিদ্ধান্ত কী হয়, সেদিকেই এখন সবার দৃষ্টি।