আওয়ামী লীগ আর দেশে আসতে পারবে না: শামছুজ্জামান দুদু
বিএনপির মাদারগঞ্জ সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের হুঁশিয়ারি, নবনির্বাচিত সভাপতি-সম্পাদক ঘোষণা
আওয়ামী লীগ আর দেশে ফিরতে পারবে না— এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু।
শনিবার বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭ বছরে ৬০ লাখ গায়েবি মামলা দিয়েছে। গণতন্ত্র ধ্বংস করেছে। এ দেশে তারা আর আসতে পারবে না।”
তিনি আরও বলেন,
“স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। অথচ আজ বিএনপিকেই বারবার কোণঠাসা করা হচ্ছে।”
বক্তব্যে দুদু আওয়ামী লীগের বিরুদ্ধে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা ও ইতিহাস বিকৃতির অভিযোগও তোলেন।
সম্মেলনে নেতৃবৃন্দের অংশগ্রহণ ও বক্তৃতা:
সম্মেলনের উদ্বোধনী ভাষণ দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন:
- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম
- সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন
- সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ
- জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল
- ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন:
লোকমান হোসেন লোটন, খন্দকার আহসানুজ্জামান রুমেল, ফায়েজুল ইসলাম লাঞ্জু, শফিকুল ইসলাম খান সজিব, মাসুদ খান, আব্দুল গফুর, খালেদ মাসুদ তালুকদার সোহেল প্রমুখ।
সভাপতিত্ব করেন:
মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।
সঞ্চালনায় ছিলেন:
আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মিজানুর রহমান রতন ও জিয়াউর রহমান জিয়া।
নবনির্বাচিত কমিটি:
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে জয়লাভ করেন—
- সভাপতি: এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান
- সাধারণ সম্পাদক: মিজানুর রহমান রতন
এর আগে প্রথম অধিবেশনে পুরোনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।