জামালপুরের মাদারগঞ্জে বন্দকী জমিতে মাটি ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় মেলান্দহ উপজেলার মাহমুদপুর মৌজার ঝাড়কাটা এলাকায় বন্দকী জমিতে মাটি ভরাট করতেছে টগু মন্ডল, তার পৈত্রিক বাড়ি রামভদ্রা বর্তমানে তিনি ঝাড়কাটা এলাকায় বসতবাড়ী করে আছেন।
বন্দকী জমি দখলের অভিযোগ উঠে ঐ এলাকার টগু মন্ডলের বিরুদ্ধে। জানা গেছে নিশ্চিন্তপুর এলাকার মাহবুবুর রহমান ভাক্কু সোয়া ১২ শতাংশ জমি ২ বছর আগে টগু মন্ডলের কাছে ৪০ হাজার টাকার বিনিময়ে বন্দক রাখেন। জমি তার বসতভিটার সাথে হওয়ায় জোরপূর্বক মাটি ভরাট করে।
ঝাড়কাটা নদীর পশ্চিমে দক্ষিণ পাশে মাহমুদপুর মৌজার ৩৪৬৯ নং খতিয়ানের ২০৯২ ও ২১০৬ নং দাগের সোয়া ১২ শতাংশ জমি। মাহবুবুর রহমান জানান আমি জমি বন্দক রেখেছি সেই জমিতে কেন সে মাটি ভরাট করে বসতবাড়ী করবে। ঐ জমিতে গেলেই আমাকে খুন/হত্যার হুমকী দেয়। আমার জমি উদ্ধারের জন্য প্রশাসনের কাছে বিচার চাই।