শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকল শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পহেলা মে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী শেষে বালিজুড়ী এস,এম সিনিয়র মাদ্রাসা মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মোঃ তফিল উদ্দিনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুছা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর শ্রমিকনেতা আবু বক্কর। এ ছাড়াও শ্রমিকদের মধ্যে শিবলু শেখ, চাঁন মিয়া, শওকত আলী, সাইফুল ইসলাম, ইব্রাহিম ও লুৎফর রহমান। এ সময় শত শত শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।