কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সিদলা ইউনিয়নের হারেঞ্জা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সিমাহীন দূর্নীতির প্রতিবাদে মানবন্ধন করেছে ইউপি সদস্য বিএনপি’র নেতাকর্মী গন্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসী। সোমবার উপজেলার হারেঞ্জা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান শিক্ষক বেগম তাহমিনা রাওশন সিদ্দিকার বিরুদ্ধে লিখিত অভিযোগে নিয়োগ বাণিজ্যসহ অসংখ্য দুর্নীতির বিবরণে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। পাঁচশতাধিক জনতার উপস্থিতিতে এ মাবনবন্ধন অনুষ্ঠিত হয়।
দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পদক কামরুল ইসলাম, শাহজাহান, নজরুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি মনির হোসেন, ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি কৃষিবীদ কামরুল হাসান রানা, সিদলা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান প্রমুখ।