দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’এই প্রতিপাদ্যে মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসটি পালিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে এ দিবসটি উপলক্ষ্যে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি আদালত চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়েছে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিনা মূল্যে আইনি পরামর্শ প্রদান ও আইনি সেবা প্রদান করায় দুই জন আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন, ফৌজদারি মামলার বিষয়ে অ্যাড: জামিনুর হোসেন মিঠু ও দেওয়ানী বিষয়ে শিলা রানী বণিককে সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সেরা আইন সহায়তা প্রতিষ্ঠান হিসেবে মাদারীপুর লিগ্যাল অ্যাসোসিয়েশনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেছেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) শরীফ এ. এম. রেজা জাকের, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল হান্নান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব মোহাম্মদ হাবিবুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এমদাদুল হক খান প্রমুখ। সভার সঞ্চালনা করেছেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রাবেয়া বেগম। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারকবৃন্দ, আইনজীবীবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রাবেয়া বেগম জানান, ২০২৪ সালে আদালতে ২৯৬টি মামলা দায়ের এবং ১৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া লিগ্যাল এইডে মীমাংসা হয়েছে ১৭০টি। ৫৭৫ জন ব্যক্তিকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।