জামালপুরের মাদারগঞ্জে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র থেকে নকল সঙ্গে রাখার দায়ে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ২৭ এপ্রিল রবিবার পরীক্ষা চলাকালীন তাদের বহিষ্কার করা হয়।
বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪ পরিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষিকা, মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা কেন্দ্রের ২ দাখিল পরিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত ১ টা শিক্ষক, জোনাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোকেশনাল শাখার ৩ পরিক্ষার্থী এছাড়া উপজেলার গুনারীতলা ইউনিয়নের ইসলামাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৩ পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
ভিজিলেন্স টিমের সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম জানান, ২৭ এপ্রিল বালিজুড়ী রওশন আরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যান তিনি। পরীক্ষা চলাকালীন সময়ে পরিক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্তের পর ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।