মাদারীপুরের শিবচরে জঙ্গলের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামরুজ্জামান (২৫) পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকে নগর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের দাদন চোকদারের ছেলে। শিবচর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জেলার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের প্রেম ব্রিজ এলাকার একটি জঙ্গলের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। শিবচর থানার ওসি মো: রতন শেখ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্নের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে।