কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কটূক্তিমূলক পোস্ট শেয়ার করায় এক কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হোসেনপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ রুহুল আমিন।
শনিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকা থেকে হোসেনপুর থানা অফিসার ইনচার্জ শেখ মো: মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে তাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেয়া হয়।
হোসেনপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ রুহুল আমিন ১৪ অক্টোবর ওই পোস্টটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রুহুল আমিন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি বর্তমানে জেলা শহরের ফিসারী রোড এলাকায় বসবাস করেন।
এ ব্যাপারে হোসেনপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।