মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যেগে আলোচনা সভা আয়োজন করা হয়। আগামী ২৯ অক্টোবর মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীসভা সফল করার লক্ষেই এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষক শ্রমিক জনতা লীগের ইউনিয়ন সভাপতি ফরমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলার সভাপতি আমজাদ হোসেন সিকদার, সাধারণ সম্পাদক আরমান হোসেন তাপশ, যুব আন্দোলনের উপজেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাজমুল হোসেন ফরহাদ, যুবনেতা রবিন, মাসুদ রানা ও উপজেলা ছাত্র আন্দোলনের সদস্য এমএম সজীবসহ আরো অনেকে।