গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া সিরাজপুর এলাকায় বৃহস্পতিবার বিকালে এক প্রতিবন্ধি কিশোরী(১২) ধর্ষনের চেষ্টার অভিযোগে নয়ন খন্দকার (২৪) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।পরে গ্রেফতার কৃত ওই যুবককে শুক্রবার সকালে গাজীপুর জেল হাজতে প্রেরন করেন পুলিশ ।
গ্রেফতারকৃত যুবক হলেন ভোলা সদর উপজেলার কন্ডবপুর গ্রামের ফিরোজ খন্দকারের ছেলে ।সে ফুলবাড়িয়া এলাকার সালাউদ্দিন জমাদ্দারের বাড়িতে ভাড়া থাকতেন । এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার বিকালে ওই কিশোরী বাড়ির পাশে খোলাস্থানে খেলাধুলা করছিলেন এসময় ফাকা পেয়ে নয়ন খন্দকার ওই কিশোরীকে জোর পূর্বক র্ধষন করার চেষ্টা করলে কিশোরীর খালা বিষয়টি দেখে ডাক চিৎকারে দিলে আসে পাশের লোকজন এসে নয়ন কে হাতেনাতে আটক করে গনধোলাই দেন ।
এদিকে প্রথমে এলাকাবাসী বিষয়টি ধামাচাপা দিকে গ্রাম্য সালিশ বসান ।পরে ভুক্তভোগী কিশোরীর পরিবার গ্রাম্য সালিশ প্রত্যক্ষান করে রাতেই ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পে অভিযোগ করলে রাতেই পুলিশ নয়নকে গেফতার করে।
কালিয়াকৈর থানার পরির্দশক (অপারেশন)মোঃ যোবায়ের জানান কিশোরী ধর্ষনের চেষ্টার অভিযোগে নয়নকে গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে ।এ ঘটনায় ধর্ষনের চেষ্টায় মামলা রজু করা হয়েছে ।