বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতাল সমর্থনে জামালপুরের সরিষাবাড়ীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে এ বিক্ষোভ মিছিল করা হয়। সরিষাবাড়ী বাস টার্মিনাল হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার আরামনগন বাজারে মিছিলটি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি মোখলেছুর রহমান জমিরী সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাও: আ: রাজ্জাক।
সাংগঠনিক সম্পাদক মাও: সাইদুর রহমান, প্রচার সম্পাদক মুফতি রাকিব, পৌর শাখার সভাপতি মাও: জুনায়েদ, মুফতি কামরুজ্জামান, ছাত্র সমাজের ওয়াকিবুল ইসলাম মেহেদী প্রমুখ।
এ-সময় উপজেলার বিভিন্ন মাদ্রাসার আলেম-উলামা, শিক্ষার্থী উপজেলার বিভিন্ন স্তরের ছাত্ররা উপস্থিত ছিলেন। পরে ফিলিস্তিনের মুসলমানূের জন্য দোয়া পরিচালনা করেন মুফতি গোলাম রব্বানী।