মাদারীপুরে উচ্চ বাদ্যযন্ত্রের শব্দ কমানোর অনুরোধ করা হয়েছিল এক কৃষকের বাড়িতে থেকে। এই অনুরোধ কারায় তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) রাতে সদর উপজেলার কুলপদ্বী মোবারককান্দি এলাকার বাসিন্দা আলমগির হোসেন মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারটি সূত্র জানায়, শুক্রবার বিকেলে উচ্চ বাদ্যযন্ত্র বাজিয়ে পিকনিকের আয়োজন করেছিল মোবারককান্দি এলাকার কিছু যুবকেরা। তাদেরকে বাদ্যযন্ত্রের শব্দ থাকায় কমাতে অনুরোধ জানিয়েছিলেন আলমগির হোসেন।
কিন্তু ওই বখাটে যুবকেরা উচ্চ শব্দ না কমিয়ে আরও উচ্চ শব্দে বাদ্যযন্ত্রের গান শুনছিল। পরে আলমগির হোসেন স্ত্রী ও তার মেয়ে এই ঘটনার প্রতিবাদ জানানোর কারণে তারা ওই রাতেই তাদের বাড়িতে হামলা চালায়।
এসময় তারা ঘরের দরজা জানালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। এসময়ে হামলাকারীদের বাঁধা দিতে আসলে তারা আলমগির হোসেন তার পরিবারের সদস্যদের মারধরও করেন বলে এমন অভিযোগ করেন তারা।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং রাতেই ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।