বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭শে মার্চ (বৃহস্পতিবার) কালিহাতী উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাশমত আলী রেজার ব্যক্তিগত উদ্যোগে হাশমত আলী রেজার নিজ গ্রাম কালিহাতীর এলেঙ্গা পৌরসভার চিনামুড়ায় চিনামুড়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া,সাবেক সহ-সভাপতি আব্দুল বারেক,কালিহাতী উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক নেতা লুৎফর রহমান লেলিন,
এলেঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক হারুনুর রশিদ মিনু,এলেঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির, পৌর যুবদলের সদস্য সচিব এড. আজগর আলী সহ কালিহাতী উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং চিনামুড়া গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।