বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জে ভৈরব রেলওয়ে সেতু এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
ভৈরব নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেলওয়ে সেতু এলাকার মেঘনা নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন।
খবর পেয়ে নৌ-পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে। মরদেহটির পা গামছা দিয়ে বাঁধা ও মাথায় চারটি আঘাতের চিহ্ন রয়েছে।
ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইদুর রহমান সাংবাদিকদের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।