নওগাঁ

ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাল আসছেন তথ্য ও খাদ্য মন্ত্রী

নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার ২১ অক্টোবর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি  কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্যান্ডেলসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার-ফ্যাস্টুন বিলবোর্ডে বর্ণিল সাজে সেঁজেছে উপজেলা।

২১ অক্টোবর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড: হাসান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, প্রধান বক্তা হিসেবে থাকবেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। সম্মেলন উদ্বোধক নওগাঁ  জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেকসহ জেলার সকল সংসদ সদস্য উপস্থিত থাকবেন।

সম্মেলন সফল করার লক্ষ্যে সব ধরণের কার্যক্রম মনিটরিং করছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: শহীদুজ্জামান সরকার (বাবলু) এমপি।

ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন জানান, সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত ২০১৪ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ, ধামইরহাট উপজেলা শাখার ত্রী-বার্ষিক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে কমিটি গঠণের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker