পরিবেশবাদি সেচ্ছাসেবী সংগঠন সবুজ পৃথিবীর কালিহাতী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২৪ মার্চ সোমবার কালিহাতীর বল্লা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবার সম্মতিতে আগামী তিন মাসের জন্য সাংবাদিক আবু আইয়ুবকে আহ্বায়ক ও সাংবাদিক আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অন্য সদস্যরা হলেন মোঃ মিজানুর রহমান (মীরজাহান), আব্দুর রকিব, মোঃ আশরাফ আলী, অসীম চন্দ্র রাজবংশী, মোঃ নুরুল ইসলাম, মোঃ জমির উদ্দিন, মোঃ আল আমিন, শফিকুল ইসলাম, মোঃ মনির হোসেন।
কবি মোহাম্মদ ইলিয়াস, মাসুম বিন আজাদ, নবনী আক্তার আখি, মোজাহিদুল ইসলাম লিটন। আলোচনা সভায় সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ উপস্থিত থেকে আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।