কুড়িগ্রামের ফুলবাড়ীতে ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বন্যা কবলিত প্রান্তিক গবাদি পশু পালনকারীদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বন্যা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রান্তিক গবাদি পশু পালনকারী ৫ ইউনিয়নের ২৬০ জনের মাঝে গো খাদ্য বিতরণ করেন উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন গোলাম রব্বানী সরকার চেয়ারম্যন উপজেলা পরিষদ ফুলবাড়ী, উপজেলা নিবার্হী অফিসার সুমন দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হাওলাদার, ভেটেনারি সার্জন মাহামুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সারোয়ার পারভেজ তদন্ত কর্মকর্তা ফুলবাড়ী থানা, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যন এজাহার আলী, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যন হারুন অর রশিদ হারুন, কাশিপুর ইউপি চেয়ারম্যন গোলজার হোসেন, ভেটেনারি ভি,এফ,এ গৌতম কুমার মোহন্ত, বিজিবির সদস্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।