কমলগঞ্জভ্রমণ

ঘুরে আসতে পারেন কমলগঞ্জের মাধবপুর লেক থেকে

মাধবপুর লেক এবং চা বাগান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। দর্শনীয় মাধবপুর লেক বয়ে গিয়েছে ছোট পাহাড় ও টিলার মধ্য দিয়ে। লেকের চারপাশের বেশীরভাগ পাহাড় ও টিলায় চা চাষ করা হয়। এই লেকের পানি সবসময় ছেয়ে থাকে নীল ও সাদা রঙের পদ্ম ফুলে। লেকটি এতটাই চওড়া যে ক্যামেরায় পুরো লেকটিকে ধারন করা প্রায় অসম্ভব। লেকের ওপর দিয়ে প্রায় সবসময় বাতাস বয়ে চলায় লেকটিকে একটি নদী অথবা শান্ত সাগরের মত দেখায়। এই লেকের নীল ও সাদা পদ্ম ফুলগুলো বহুদূর থেকে এতটাই জ্বলজ্বল করে যেন মনে হয় পদ্মফুলগুলোর ওপর কেউ নিপুণ হাতে শিল্পকর্ম করেছে।  লেক থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে।

কিভাবে যাবেন :

এই লেকটি ঢাকা থেকে প্রায় ২০৭ কিলোমিটার এবং মৌলভীবাজার থেকে প্রায় ৩৯.৩ কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে সোহাগ পরিবহন, হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, টি আর ট্র্যাভেলস সহ বিভিন্ন বাস শ্রীমঙ্গলের পথে চলাচল করে। এছাড়া ঢাকা থেকে কালিনী এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস ট্রেনগুলো সিলেটে যাবার পথে শ্রীমঙ্গলে যাত্রাবিরতি করে। এছাড়া আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছে তারপর শ্রীমঙ্গলে যেতে পারেন আপনি।

শ্রীমঙ্গলে পৌঁছে আপনি সিএনজি অটোরিকশা অথবা বাসে করে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক ধরে এই চা বাগানে পৌছাতে পারেন। এছাড়া আপনি ঢাকা থেকে সিলেটে পৌঁছে তারপর এখানে আসতে পারেন। সিলেট থেকে ৯৪.২ কিলোমিটার দূরে অবস্থিত এই চা বাগানে আপনি বাসে করে আসতে পারেন

আপনি সড়কপথে এবং রেলপথে ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গলে যেতে পারবেন। তবে, আকাশপথে সিলেটে পৌঁছে সেখান থেকেও আপনি শ্রীমঙ্গলে আসতে পারেন।

সম্পর্কিত সংবাদ

একটি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker