মো: রিজভী আহমেদ (Md Rijvi Ahamed)
বাংলাদেশের একজন ফ্রিল্যান্সার এবং সঙ্গীত শিল্পী।
তিনি টাংগাইল জেলায় জন্মগ্রহন করেন।
বর্তমানে তিনি ফ্রিল্যান্সিং প্লাটফর্ম ফাইবারে কর্মরত রয়েছেন। এছাড়াও ফাইভারে তাঁর বেশ নাম ডাক রয়েছে। ফাইভারে তিঁনি ১৫ বছর বয়সে যুক্ত হন। তিনি বাংলাদেশের টপ লেভেলের ফ্রিল্যান্সার দের মধ্যে একজন। এছাড়াও তার অনুপ্রেরনায় বাংলাদেশের হাজারো বেকার যুবক বেকার মুক্ত হচ্ছে। তারা ফ্রিল্যান্সিং এর দিকে অগ্রসর হচ্ছে।
তিনি প্রতিবছর ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রচুর পরিমান টাকা বা ডলার বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসেন। এতে করে আমাদের দেশ উন্নতির দিকে যাচ্ছে।
তিনি ফিল্যান্সিং এ গ্রাফিক্স ডিজাইনার হয়ে কাজ করে যাচ্ছেন। গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি ওয়েবডেভেলপার হিসাবেও কাজ করেন। তিনি বেশিরভাগ কাজ আমেরিকার ক্লাইন্ট দের করে থাকেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের কাজ তিনি করে থাকেন।
এছাড়াও তিনি মানুষকে ফ্রিল্যান্সিং শিখানোর মতো কাজ প্রতিনিয়তই করে চলেছেন। যাদের ফ্রিল্যান্সিং শেখার মতো অর্থ নেই তাদেরকে তিনি নিজের স্বার্থ ছাড়াই বিনামুল্যে ফ্রিল্যান্সিং শিক্ষা দিয়ে থাকেন। তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে দিচ্ছেন।
ফ্রিল্যান্সিং প্লাটফর্ম ফাইভার এ তিনি আমেরিকার অনেক বড় বড় বায়ারদের সাথে তার যোগাযোগ রয়েছে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যোগ দেওয়ার আগেই তার লক্ষ্য ছিল আমেরিকার মতো উন্নয়নশীল দেশগুলোর সাথে কাজ করার। সেটাই বর্তমানে তিনি সফল ও হয়েছেন।
মো: রিজভী আহমেদ ছোট বেলা থেকেই অনেক ভালো স্টুডেন্ট ছিলেন। তার আশা বড় হয়ে একদিন দেশের সেরা ফ্রিল্যান্সার দের মধ্যে একজন হবো। তিনি এখন তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে অনেক হ্যাপি আছে। তিনি বলেন যে, ফ্রিল্যান্সিং এমন একটি ক্যারিয়ার যেটা মানুষের ভাগ্য বদলে দেয়। মানুষ চেষ্টা করলে সব পারে। তিনি আরো বলেন, অনেকেই বলে আমি গরিব আমার ল্যাবটপ বা কম্পিউটার নেই। কিভাবে কাজ করব বা কাজ শিখবো? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইচ্ছা থাকলে উপায় হয়। তোমার কাছে ল্যাপটপ নেই একটা স্মার্ট ফোন ত আছে। তুমি চাইলে তোমার হাতের স্মার্ট ফোন দিয়েই কাজ শিখতে পারো। ফাইভারে এমন ও কাজ আছে যেটা করতে কম্পিউটার লাগেনা। মোবাইল দিয়েই করা যায়। তারপর কিছুদিন কাজ করে একটা ল্যাপটপ কিনলেই হয়ে গেল।
(এখন বর্তমানে চলে আসি)
তার সেই ছোটবেলার লক্ষটা কিছুটা হয়তো বাস্তবায়ন হয়েছে এবং পুরোপুরি বাস্তবায়ন হতে চলেছে।
তিনি আরো অনেক ভালো কাজ করেছেন যেগুলোর কথা না বললেই নয়।
ভালো কাজ গুলোর একটা হচ্ছে বাংলাদেশের অনেক বেকার যুবকদের ফ্রিল্যান্সিং শিক্ষা দিচ্ছেন। তাঁদেরকে ফ্রিল্যান্সিং এ স্কিল ডেভেলপ করাচ্ছেন।
শুধুমাত্র ফ্রিল্যান্সিং ছাড়াও তিনি বিনোদন মুলক কাজও করে যাচ্ছেন।
তিনি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি মিউজিক বা সংঙ্গীত নিয়ে কাজ করেন।
তাঁর বেশ কিছু (Music) সঙ্গীত তৈরি হচ্ছে যেগুলো এখনো প্রকাশ করা হয়নি।
আশা করা যায় কিছুদিনের মধ্যেই তার মিউজিক গুলো আমাজন, স্পোটিফাই, ডেজার, ইউটিউব এবং অন্যন্য জনপ্রিয় প্লাটফর্ম এ প্রকাশ করা হবে।
তার স্পোটিফাই অ্যাকাউন্ট ও কিছুদিনের মধ্যে ভেরিফাইড হয়ে যাবে।
অবশেষে বলা যায়, মো: রিজভী আহমেদ (Md Rijvi Ahamed) বাংলাদেশের উন্নয়ন করছেন এবং বেকার সমাজকে কাজে লাগচ্ছেন।
সেই সাথে তিনি একজন ফ্রিল্যান্সার এবং সঙ্গীত শিল্পী।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.