জাতীয়

সংসদের কার্যক্রম থেকে ১০ মিনিটের ‘বিরতি’ লতিফ সিদ্দিকীর (ভিডিও)

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিতে ১০ মিনিট সময় দেওয়া হয়েছিল স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে। তিনি এটাকে ‘উপহাস’ আখ্যা দিয়ে আলোচনায় অংশ নেননি। তাঁর জন্য বরাদ্দ করা ১০ মিনিটের জন্য তিনি নিজেকে সংসদের কাজ থেকে বিরত রাখার ঘোষণা দেন।

আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় এই ঘটনা ঘটে। রাত আটটার দিকে আলোচনায় অংশ নেওয়ার জন্য আবদুল লতিফ সিদ্দিকীকে আহ্বান জানান স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার শামসুল হক। বক্তব্য দেওয়ার জন্য তাঁকে ১০ মিনিট সময় দেন ডেপুটি স্পিকার।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক (বহিষ্কৃত) সদস্য লতিফ সিদ্দিকী তখন দাঁড়িয়ে বলেন, ‘উচ্চাসনে যাঁরা বসেন, তাঁদের নিম্নে অবস্থিত ব্যক্তিদের উপহাস করতে বোধ হয় আনন্দ হয়। কিন্তু আমি মাননীয় স্পিকার, এই পরিহাসে অংশগ্রহণ করতে সম্মত নই। আমার অন্তরাত্মা সায় দিচ্ছে না। তাই যে ১০ মিনিট আমাকে দিয়েছেন, সেই ১০ মিনিট আমি এই সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি।

এরপরই লতিফ সিদ্দিকীকে নিজের আসন ছেড়ে চলে যেতে দেখা যায়। প্রায় ১০ মিনিট পর তিনি আবার সংসদের অধিবেশন কক্ষে ফিরে আসেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, ‘আমরা এ শিবির থেকে যত বেশি কথা বলব, তত বেশি সংসদ কার্যকর হবে। সময় একটু বেশি দিলে… লতিফ সিদ্দিকী সাহেব অভিমান করেছেন, তিনি করতেই পারেন সিনিয়র, মুক্তিযোদ্ধা। ১৫ মিনিট সময় দিলে আবারও বলবেন। আমার অনুরোধ থাকবে, ১৫ মিনিট সময় দিয়ে তাঁকে যেন কথা বলার সুযোগ দেওয়া হয়।’

পঙ্কজ নাথ তাঁর বক্তব্যে ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো তদন্তে গঠিত সাহাবুদ্দীন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি জানান।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker