সাহিত্য

কবিতা: জীবনের খেলা

হাটতে হাটতে একা পথে
দেখা হয় ভিন্ন ভিন্ন
মানুষের সাথে_
সবাই কি আর আপন হয়?
সবাই কি আর পাশে রয়?
কেও আসে গল্প হয়ে সাময়িক ভাবে_
কেও বা করে পণ চিরদিন পাশে রবে_
সব পণ কি আর রাখে সবাই_
গল্প শেষে কেও থাকে কেও বা পালাই _
কেও তরী বানাতে শেখায়
কেও বা তরী বাইতে শেখায়
কেও বা তরী মাঝ নদীতে ভাসায়_
মাঝ নদীতে আসলো যখন তরী
কেও বা তখন দেই হাতটা ছাড়ি _
তখন তো হয় সামলানো ধাই_
পাল তুলা তরী কয় পাবে ঠাই?_
তখন নাহি পাই সুজন মাঝির নাগাল_
কি করে সামলাবো নিজেকে
কে ধরবে এই ডোবা তরীর হাল??
যে শিখাইলো মোরে তরী ভাসানোর মেলা_
সেই ভাসাইয়া দিলো আমায় অথৈজলে
আধার নামলো রজনী হয়লো
ফুরিয়ে গেলো বেলা_
সাধের তরী ডুবলো জলে
এই বুঝি জীবনের খেলা?
যে মাঝি দিনের শেষে লয়তো খবর রোজ_
সে মাঝি আজ হারাইয়া গেলো
পাইলাম না তার খুজ_
মাঝি চিনতে হয়লো ভুল
বুঝা যায়না তার লিলা_
গল্প শেষে রইলো না
কেও পাশে
এই বুঝি জীবনের খেলা____

কবি পরিচিতিঃ -সুবর্ণা আক্তারঃ পড়াশোনা অর্নাস ব্যবস্থাপনা বিভাগ(২য় বর্ষ) কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ৷

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker