ঠাকুরগাঁও

পীরগঞ্জে গম সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

সরাসরি কৃষকের কাছ থেকে সরকারী ভাবে গম ক্রয়ের লক্ষে কৃষক নির্বাচনে লটারী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ লটারী অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেন্দ্র নাথ রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল ইসলাম শাহ, যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ অন্যান্য সাংবাদিক, ট্যাগ অফিসার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ জানান, চলতি মৌসুমে পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে ৫ হাজার ৯২০ টন গম সরকারী ভাবে ক্রয় করা হবে। এ লক্ষ্যে উপজেলা সংগ্রহ কমিটির সিদ্ধান্ত মতে লটারীর মাধ্যমে ১ হাজার ৯৩৭ জন কৃষক নির্বাচন করা হয়। লটারী মাধ্যমে নির্বাচিত প্রতিজন কৃষক সর্বোচ্চ ৩ টন গম খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন। আগামী ৩০ জুন পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker