স্বপন মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে যৌতুকের টাকা না পেয়ে প্রতিবন্ধী নারীকে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে স্বামী লাল মিয়াকে আটক করেছে।
শুক্রবার (৩ জুন) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। লাল মিয়া একই এলাকার মজনু মিয়ার ছেলে।
জানা যায়, ৫ বছর আগে মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার এলাকার মজনুর ছেলে লাল মিয়ার সাথে বিয়ে হয় ঐ গৃহবধূর। তাদের সংসারে একটি মেয়ে সন্তান জন্ম নেয়। এর পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। এ ঘটনায় এলাকায় বেশ কয়েকবার শালিক বৈঠক হয়েছে। শুক্রবার দুপুরে লাল মিয়া আবারো যৌতুকর দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে স্বামী লাল মিয়া। এক পর্যায়ে ঐ গৃহবধূ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে গৃহবধূর বাবা ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করার হুমকি দেয়। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় অভিযুক্ত স্বামী লাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। শুক্রবার রাতে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন গৃহবধূর বাবার।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সাথে জড়িত স্বামীকে আটক থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের হয় রাতে।