নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের দল কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান করেছেন কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সিঃ সহ-সভাপতি মনিরুল ইসলাম (মনির ডাক্তার)।
আজ ২৪শে নভেম্বর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ও জমা প্রদান করেন।
এসময় মনিরুল ইসলাম বলেন; আমি ইতিমধ্যেই কালিহাতীর বিভিন্ন এলাকায় জনসংযোগ করে আসছি এবং বঙ্গবীরের সালাম কালিহাতীর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম মহোদয় যদি আমাকে এই আসন থেকে মনোনয়ন দেয় তাহলে আমি দলের নেতাকর্মী ও কালিহাতীর জনগণকে সঙ্গে নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম মহোদয় কে উপহার দিবো ইনশাআল্লাহ।