
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের কালিহাতী থানাধীন ঐহ্যবাহী বল্লার শতবর্ষীয় স্কুল বল্লা করোনেশন হাই স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক ও বল্লা সাধারণ পাঠাগারের নির্বাচিত সভাপতি শওকত আলী আশরাফী আজ (২৮ জুন) বিকেলে ধানমন্ডীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে ধানমন্ডীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে তার সহকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ব্যক্তি ও সংগঠনসহ তার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী শোক জানিয়েছেন।